

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুই বছরের ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় প্রায় ২ লাখ ৮২ হাজার বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ।
ফলস্বরূপ, শীতের আগেই লাখ লাখ ফিলিস্তিনি পরিবার তাঁবুতে দিন কাটাচ্ছে। ইসরায়েলের অব্যাহত হামলার কারণে কার্যকর যুদ্ধবিরতিও কার্যত বন্ধ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য প্রকাশ করেছে।
ইউএনআরডব্লিউএ জানিয়েছে, এই পরিসংখ্যান এসেছে শেল্টার ক্লাস্টার নামের একটি মানবিক প্ল্যাটফর্ম থেকে, যা ইউএনআরডব্লিউএ এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হয়। সংস্থাটি এক্স (সামাজিক যোগাযোগমাধ্যম) মাধ্যমে এসব তথ্য শেয়ার করেছে।
সংস্থা জানায়, শীতের আগেই লাখ লাখ ফিলিস্তিনি পরিবার সংকীর্ণ, গাদাগাদি অবস্থায় তাঁবুতে থাকতে বাধ্য। এতে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা কঠিন হচ্ছে এবং দৈনন্দিন মৌলিক প্রয়োজন মেটানোও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
উল্লেখ্য, হামাস ও ইসরায়েলের মধ্যে ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল নিয়মিত তা লঙ্ঘন করছে। প্রতিদিন এই বিরতি ভঙ্গের ফলে শত শত ফিলিস্তিনি হতাহত হচ্ছেন এবং খাদ্য ও চিকিৎসাসামগ্রী গাজার মধ্যে প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৭০০’র বেশি মানুষ। লাগাতার ধ্বংসযজ্ঞের ফলে গাজা উপত্যকা এখন বাসযোগ্যতাই হারিয়েছে।
মন্তব্য করুন
