

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সেখানে ইসরাইলি বাহিনীর হামলা থামেনি। গত এক মাসে ইসরাইলি আক্রমণে কমপক্ষে ২৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৬৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবারও (১৩ নভেম্বর) গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়। লক্ষ্যবস্তুতে পরিণত হয় উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাংশ এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস।
গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিমতীরেও ইসরাইলি অভিযান অব্যাহত রয়েছে। হেবরনের বেইত উমর এলাকায় দখলদারদের গুলিতে কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আনতাবা শহরে বন্দুকযুদ্ধ ও আটকের ঘটনা ঘটেছে, আর জেরুজালেমে অভিযানের সময় বহু মানুষ আহত হয়েছেন।
এদিকে, চলমান উত্তেজনার মধ্যেই হামাস গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরাইলের হাতে হস্তান্তর করেছে। যত দ্রুত সম্ভব সব জিম্মি মুক্তির প্রক্রিয়া শেষ করতে তারা কাজ করছে বলে সংগঠনটি জানিয়েছে।
অন্যদিকে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় নতুন উদ্বেগ দেখা দিয়েছে। শীতকালীন ঝড়ঘূর্ণির কারণে তাঁবু ও ধ্বংসস্তূপে বসবাসরত হাজারো বাস্তুচ্যুত মানুষের সামনে ভয়াবহ মানবিক সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। যথাযথ আশ্রয় ও নিরাপত্তাব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে।
এ সমস্ত ঘটনার মাঝেও রাজনৈতিক অঙ্গনে নতুন একটি ইস্যু যোগ হয়েছে। দুর্নীতির মামলায় ইসরাইলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চিঠি পাঠিয়েছেন, তার জন্য নেতানিয়াহু কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে মামলায় দোষ স্বীকার করতে তিনি এখনো রাজি নন।
মন্তব্য করুন
