সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সৈন্যদল: আসিম মুনির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:১১ এএম
পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির
expand
পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেছেন, দেশের বিরুদ্ধে যে কোনো রকম আক্রমণ ঘটলে তার জবাব হবে দ্রুত এবং কঠোর।

ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ বার্তা দেন।

মে মাসে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পাকিস্তানের বিজয় আমার নয়, এটি আল্লাহর ইচ্ছায় হয়েছে।”

তার ভাষায়, সেনাবাহিনীর সৈন্যরা “আল্লাহর নামে যুদ্ধ করে”, এবং তিনি এটিকে “আল্লাহর সেনাবাহিনী” হিসেবে বর্ণনা করেন।

গত মে মাসে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক ও সেনাসদস্য হতাহত হয়। সে সময় পাকিস্তান দাবি করে—ভারতের সাতটি যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে।

উত্তেজনা প্রশমনের পর সরকার সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে।

আসিম মুনির বলেন, দেশের বিরুদ্ধে আবারও কেউ আগ্রাসন চালানোর চেষ্টা করলে মে মাসের মতোই পাকিস্তান দৃঢ় প্রতিরোধ দেখাবে।

কুরআনের উদ্ধৃতি টেনে তিনি উল্লেখ করেন, বিশ্বাস ও দৃঢ়তা থাকলে শক্তিশালী শত্রুকেও পরাস্ত করা সম্ভব, আর পাকিস্তান তার প্রমাণ দিয়েছে।

বৈঠকে উপস্থিত অতিথিরা তার বক্তব্যে করতালি দেন। শেষে তিনি দেশ ও সেনাবাহিনীর ভবিষ্যৎ উন্নতির জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং বলেন—তিনি দায়িত্ব পালন করবেন আল্লাহর নির্দেশ অনুসরণ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন