

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি নিয়ে সৌদি গণমাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।
তবে সৌদি-পাকিস্তানের এই সামরিক চুক্তি নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় ভারত।
নতুন এ সমঝোতা অনুযায়ী, যে কোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসন ঘটলে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। সৌদি গণমাধ্যম চুক্তিটিকে “ন্যাটোর ধাঁচের প্রতিরক্ষা ছাতা” বলে আখ্যা দিয়েছে।
গত বুধবার রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ চুক্তিতে সই করেন।
সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, এর লক্ষ্য হলো— নিরাপত্তা জোরদার করা, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় সহায়তা, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা।
চুক্তিকে ঘিরে দেশটির গণমাধ্যমে প্রশংসার ঢেউ ওঠে। সৌদি দৈনিক ওকাজ লিখেছে, এ চুক্তি “ইসলামি ফ্রন্টের ঐতিহাসিক দুর্গ” হিসেবে কাজ করবে। বিভিন্ন শহরের টাওয়ারে সৌদি ও পাকিস্তানি পতাকা আলোকিত করে উদযাপনও করা হয়।
এক বিশ্লেষক মন্তব্য করেছেন, সৌদির আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা একত্রে আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত করবে।
চুক্তির আওতায় থাকবে—যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময়, নৌ ও বিমান সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন, যৌথ অভিযানের পরিকল্পনা
সৌদি এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এটি দীর্ঘ আলোচনার ফসল এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ নয়। বরং বহু বছরের সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে।
সৌদি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আল-হামাদ বলেন, এটি ন্যাটোর নীতি অনুসরণ করেছে—এক দেশের ওপর আক্রমণ মানেই উভয়ের ওপর আক্রমণ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ চুক্তি কেবল দুই দেশের সামরিক সহযোগিতা নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক পক্ষগুলোর জন্যও শক্ত বার্তা বহন করছে।
এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো দোহায় ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হওয়ার এক সপ্তাহ পর। সে ঘটনায় কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চেষ্টা চালাচ্ছিল।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
