রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্প নিয়ে ভয়াবহ সতর্ক বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
ভূমিকম্প
expand
ভূমিকম্প

ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কায় সতর্ক অবস্থান জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক শক্তিশালী কম্পন অনুভূত হওয়ায় কর্তৃপক্ষ উপকূলবর্তী অঞ্চলগুলোতে জরুরি প্রস্তুতি জোরদার করেছে।

স্থানীয় প্রশাসন ও ভূতত্ত্ব বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশজুড়ে আগাম নিরাপত্তা নির্দেশনা কার্যকর রয়েছে।

গত সোমবার উত্তর জাপানের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটির আবহাওয়া সংস্থা সতর্ক করে জানায়, পরবর্তী এক সপ্তাহের মধ্যে ৮ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওই সতর্কতার কয়েক দিনের মধ্যেই আবার উত্তর-পূর্ব জাপানে উল্লেখযোগ্য কম্পন অনুভূত হয়।

জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের ওপর অবস্থিত হওয়ায় দেশটিকে বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্প বলয়ের একটি হিসেবে ধরা হয়। নিয়মিত ভূমিকম্প সেখানে স্বাভাবিক ঘটনা হলেও সোমবার রাতের প্রায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর সরকার নতুন করে সতর্কতা জারি করতে বাধ্য হয়।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটাই প্রথমবারের মতো সম্ভাব্য ‘মেগা ভূমিকম্প’ নিয়ে আনুষ্ঠানিক সতর্কতা দেওয়া হলো। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ভূকম্পনের ধারাবাহিকতা উত্তর জাপানের বিস্তীর্ণ জনগোষ্ঠীর জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এই পরিস্থিতিতে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। যদিও জাপান সরকার এখনো পর্যটকদের জন্য কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেনি, তবে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জাপান সফরের ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছে।

অতীতে জাপান একাধিক ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০১১ সালে সংঘটিত ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে উত্তর-পূর্ব উপকূলে প্রাণ হারান ১৮ হাজারেরও বেশি মানুষ। টোকিও বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, জাপানে প্রতিদিন গড়ে প্রায় তিনটি এবং বছরে প্রায় দেড় হাজার ভূমিকম্প ঘটে।

যদিও ভূমিকম্পের নির্দিষ্ট সময় ও স্থান আগে থেকে নির্ধারণ করা সম্ভব নয়, তবু দুর্যোগ মোকাবিলায় জাপানের সতর্কতা ও প্রস্তুতি ব্যবস্থা বিশ্বে অন্যতম কার্যকর হিসেবে বিবেচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X