বৃহস্পতিবার
২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিশ্চিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাই পর্বে টানা পাঁচ জয়ে বিশ্বকাপের মূলপর্বে আগেই এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ।

এবার সুপার সিক্সের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হার নিশ্চিত হওয়ায় সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা।

বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান করে। টার্গেট তাড়া করতে নেমে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান কর নেদারল্যান্ডস। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টির কারণে এরপর আর খেলা মাঠে গড়ায়নি। যে কারণে বৃষ্টি আইনে নেদারল্যান্ডসকে ২১ রানে জয়ী ঘোষণা করা হয়।

এই জয়ের ফলে নেদারল্যান্ডসও মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের সমান ৬ পয়েন্ট থাকার কারণে বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে।

বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X