বৃহস্পতিবার
২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় গিয়ে বিএনপি কর্মীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৩১ এএম আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম
নিহত বিএনপি কর্মী ইউসুফ ভান্ডারি (৫০)
expand
নিহত বিএনপি কর্মী ইউসুফ ভান্ডারি (৫০)

কুমিল্লার লাকসাম উপজেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত বিএনপি কর্মীর নাম ইউসুফ ভান্ডারি (৫০)। তিনি লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ইউসুফ ভান্ডারি মাইকিংয়ের মাধ্যমে বিএনপির প্রার্থী মো. আবুল কালামের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। প্রচারণা চলাকালে সন্ধ্যার দিকে হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই গ্রামের গুম হওয়া বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের ছেলে, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সাধারণ সম্পাদক ও লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কবির রাতুল জানান, ইউসুফ ভান্ডারি ছিলেন বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। তিনি ছিলেন অত্যন্ত সদালাপী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই। খবর নিয়ে জেনেছি অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X