রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলেজ অনুষ্ঠানে হঠাৎ ছাত্রীদের চুল টানাটানি, অতঃপর...

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

উত্তরপ্রদেশের পীলীভীত শহরের একটি কলেজে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চরম উত্তেজনা দেখা যায়। হরিয়ানার জনপ্রিয় সঙ্গীতশিল্পী গুলজার ছানীবালা গান পরিবেশন করার সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

অনুষ্ঠান চলাকালীন সময়ে কলেজের কয়েকজন ছাত্রের মধ্যে বাইক চুরির অভিযোগ নিয়ে প্রথমে হাতাহাতি শুরু হয়। এই ঘটনার কিছুক্ষণ পরেই পরিস্থিতি আরও ঘোলাটে হয়।

রাত প্রায় সাড়ে ১০টার দিকে খোলা মাঠেই ছাত্রীদের মধ্যে ঝগড়া শুরু হয়, যা দ্রুতই হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। দেখা যায়, চার তরুণী একে অপরের চুলের মুঠি ধরে টানাটানি করছেন।

মারামারিতে কয়েকজন ক্ষতিগ্রস্ত হয়ে মাঠে পড়েও যান। এই দৃশ্য দেখে অন্যান্য শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত তরুণীরা এখন পর্যন্ত কেউ কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি।

এদিকে, এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যদিও ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন