শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পিএম
বাস দুর্ঘটনা
expand
বাস দুর্ঘটনা

মেক্সিকোর পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভেরাক্রুজ রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভির বরাতে এ তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, বড়দিনের আগের দিন জোন্তেকোমাতলান শহরে দুর্ঘটনাটি ঘটে। মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

জোন্তেকোমাতলান পৌর মেয়রের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু রয়েছে। আহতদের মধ্যে ৩২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের নামের তালিকাও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটে বলে জানা যায়। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গতি ও যানবাহনের যান্ত্রিক ত্রুটি এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

এর আগে, গত নভেম্বরের শেষ দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে আরেকটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X