শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নতুন চুক্তিতে ট্রাম্প-শি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১১:৪৬ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং

দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বৈঠক শেষ হয়েছে। দুই নেতা একে অপরের সঙ্গে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে বৈঠক করেন।

বৈঠক শেষে দুই নেতা একটি নিরপেক্ষ মেজাজে ছিলেন। তবে সভার সমাপ্তির সময় ট্রাম্প শি-কে কানে কানে কিছু বলেন। এরপর তারা আলাদা গাড়িতে চড়ে চলে যান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও আলজাজিরা জানায়, বৈঠকের পর ট্রাম্প সরাসরি বিমানবন্দরে যান এবং এয়ার ফোর্স ওয়ান-এ করে যুক্তরাষ্ট্র রওনা দেন। এর মধ্য দিয়ে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হলো। সফরের আগে তিনি মালয়েশিয়া ও জাপানেও ছিলেন।

ট্রাম্প জানিয়েছেন, চীনের সঙ্গে এক বছরের বাণিজ্য চুক্তি নিয়মিতভাবে বাড়ানো হবে।চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হবে।

ট্রাম্প এপ্রিলে চীন সফর করবেন, এবং শি কিছু সময় পরে যুক্তরাষ্ট্র সফর করবেন। এই বৈঠক দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রথম সরাসরি মুখোমুখি বৈঠক ছিল। এটি তাদের প্রথম শীর্ষ সম্মেলন ২০১৯ সালের পর।

ট্রাম্প বৈঠকের পর বলেছেন, শির সঙ্গে আলোচনা অসাধারণ ছিল। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি ১০ এর মধ্যে ১২ এবং সেরা ছিল।

অপরদিকে, শি ট্রাম্পের সঙ্গে হাত মেলানোর সময় তাকে প্রশংসা করেন এবং আশাবাদ প্রকাশ করেন যে, এ ধরনের বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন