বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ায় গোলাবারুদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:২২ এএম
রাশিয়ার উরাল অঞ্চলে এক গোলাবারুদের কারখানা। ছবি: সংগৃহীত
expand
রাশিয়ার উরাল অঞ্চলে এক গোলাবারুদের কারখানা। ছবি: সংগৃহীত

রাশিয়ার উরাল অঞ্চলে এক গোলাবারুদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন এবং এখনো ১২ জন কর্মীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় সময় বুধবার রাতে চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপিস্ক জেলায় এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় প্রশাসন জানায়, এটি কোনো ড্রোন হামলা নয়; বরং অভ্যন্তরীণ কারখানার বিস্ফোরণ বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কারখানার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ কর্মীদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় পুরো উরাল অঞ্চলে শুক্রবার শোক দিবস ঘোষণা করা হয়েছে।

ঘটনার সঠিক কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে কারখানার ভেতরে নিরাপত্তা ত্রুটির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন