রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে ফের ইসরায়েলের বিমান হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল রাতের আঁধারে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে-যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে, তার বেশ কিছুই হিজবুল্লাহর বিশেষায়িত রাদওয়ান ফোর্স দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল।

তাদের ভাষ্য, এসব স্থাপনা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা ও প্রস্তুতির কেন্দ্র হিসেবে কাজ করত।

আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননের একাধিক স্থানে ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ হিসেবে ব্যবহৃত জায়গাগুলো ধ্বংস করা হয়েছে। সেখানে রাদওয়ান ফোর্সের সদস্যরা অস্ত্রচর্চা, হামলার অনুশীলন এবং কৌশলগত পরিকল্পনা করত বলে দাবি তাদের।

২০২৪ সালের ২৭ নভেম্বর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবানন সীমান্তে উত্তেজনা কমেনি। যুদ্ধবিরতির পর বৈরুতে বেশ কয়েকবার লক্ষ্যভেদী হামলা চালানোর পর দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েল বলছে হিজবুল্লাহর সামরিক উপস্থিতি সীমান্ত এলাকায় তাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ কারণে সশস্ত্র গোষ্ঠীটির অবকাঠামো ধ্বংস করতে ধারাবাহিকভাবে বিমান হামলা চালানো হচ্ছে। বর্তমানে লেবানন সীমান্তের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে বলেও জানানো হয়।

লেবানন-ইসরায়েল সীমান্তে টানটান উত্তেজনা বেশ কিছুদিন ধরেই অব্যাহত। আন্তর্জাতিক মহল পরিস্থিতি আরও অবনতি রোধে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে যাচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X