রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ স্টেশনের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোআকান রাজ্যে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, শনিবার স্থানীয় সময় দুপুরের কিছু আগে উপকূলীয় শহর কোয়াহুয়ায়ানার পুলিশ স্টেশনের সামনে গাড়িটি বিস্ফোরিত হয়। ঘটনার তদন্তের দায়িত্ব ইতোমধ্যে দপ্তরটি গ্রহণ করেছে।

রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, প্রাথমিকভাবে তিনজন নিহতের যে সংখ্যা জানানো হয়েছিল তা পরে বেড়ে পাঁচজন হয়েছে। নিহতদের মধ্যে তিনজনই স্থানীয় পুলিশ কর্মকর্তা।

তথ্যসূত্র: মেহের

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X