

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাইজেরিয়ার উত্তরাঞ্চলের সামাজিকভাবে রক্ষণশীল কানো রাজ্যের একটি আদালত সম্প্রতি দুই টিকটক ইনফ্লুয়েন্সারকে বিয়ে করার নির্দেশ দিয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল টিকটকে আবেগপূর্ণ চুম্বনের ভিডিও প্রকাশ করার। এই তথ্য মঙ্গলবার এএফপি জানিয়েছে।
সোমবার ম্যাজিস্ট্রেট আদালত শরিয়া পুলিশ হিসবাহকে নির্দেশ দিয়েছেন, আগামী ৬০ দিনের মধ্যে ওই পুরুষ এবং মহিলাকে বিবাহবন্ধনে আবদ্ধ করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী এই দুই ইনফ্লুয়েন্সার “অশালীন” কনটেন্ট পোস্টের দায়ে সামাজিক নিয়মের প্রেক্ষিতে বিবাহিত হতে বাধ্য হয়েছেন।
কানো রাজ্যের বিচার বিভাগের মুখপাত্র বাবা-জিবো ইব্রাহিম এএফপিকে জানান, আদালতের সিদ্ধান্তের কারণ হলো এই দুই ব্যক্তি এতটাই গভীরভাবে প্রেমে মগ্ন ছিলেন যে প্রকাশ্যে রোমান্টিক দৃশ্য টিকটকে দেখানো হয়েছিল।
ইদ্রিস মাই উশিরিয়া ও বাসিরা ইয়ার গুদা তাদের ঘনিষ্ঠতা এবং চুম্বনের ভিডিও প্রকাশ করলে কানোর বাসিন্দাদের মধ্যে সমালোচনা শুরু হয়।
মাই উশিরিয়ার পূর্বে একই ধরনের কর্মকাণ্ডের কারণে প্রশাসনের সঙ্গে বিবাদ হয় এবং তাকে হেফাজতে নেওয়া হয়।
হিসবাহর মহাপরিচালক আব্বা সুফি জানান, তারা আদালতের আদেশ পেয়েছেন এবং বিয়ের প্রস্তুতি শুরু করেছেন। যদিও আদালত ৬০ দিনের মধ্যে বিয়ে সম্পন্ন করার কথা বলেছে, হিসবাহ যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
সুফি আরও জানান, মাই উশিরিয়ার মা-বাবা তলব করা হয়েছে এবং তারা বিবাহের জন্য “স্পষ্ট সম্মতি” দিয়েছেন। এছাড়া, রাজ্য সরকারও নবদম্পতির জন্য একটি বাড়ি কিনে দেওয়ার পরিকল্পনা করেছে।
কানো শহর নাইজেরিয়ার স্থানীয় চলচ্চিত্র শিল্প “কানিউড” কেন্দ্রবিন্দু। এই শিল্প মুসলিম ধর্মগুরু এবং সরকারি কর্মকর্তাদের কঠোর নজরদারির মধ্যে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন কনটেন্টের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন টিকটকারকে গ্রেপ্তার বা কারাদণ্ড দেওয়া হয়েছে।
কানো অঞ্চলে শরিয়া আইন কার্যকর থাকায়, সামাজিক ও ধর্মীয় নৈতিকতা লঙ্ঘনকারী কর্মকাণ্ডে প্রশাসন সক্রিয় ভূমিকা নেয়।
মন্তব্য করুন
