

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারের ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর, অনেক লোক রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করছিলেন। সেই সময়ই বিস্ফোরণ ঘটে এবং প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থল হলো দেশের দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়ক।
উদ্ধারকারী প্রত্যক্ষদর্শীরা জানান, ট্যাঙ্কারটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে গেলে তেল ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের লোকজন তেল সংগ্রহ করতে আসে। কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও জানান, নিহতদের মধ্যে বেশিরভাগই বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।
ফেডারেল রোড সেফটি কর্পস (FRSC)-এর নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনও চলমান।
দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে মারাত্মক যানজট সৃষ্টি হয়েছে, বিশেষ করে সড়কের খারাপ অবস্থার কারণে পরিস্থিতি আরও জটিল।
পশ্চিম আফ্রিকার দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটে। এর পেছনে প্রধান কারণ হলো রাস্তার খারাপ অবস্থা এবং যানবাহনের অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ।
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারের বিস্ফোরণে নিহত ৩৮, উদ্ধারকাজ চলমান
মন্তব্য করুন
