বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বুকের ভেতরে তেলাপোকা শনাক্ত, বেরিয়ে এলো কারণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
বুকের ভেতর তেলাপোকা শনাক্ত
expand
বুকের ভেতর তেলাপোকা শনাক্ত

কেনিয়ার একটি সরকারি হাসপাতালে সম্প্রতি ঘটেছে বিস্ময়কর এক ঘটনা। এক রোগীর বুকের এক্স-রে পরীক্ষার পর চিকিৎসকরা তাকে জানান, তার শরীরের ভেতরে নাকি একটি জীবন্ত তেলাপোকা দেখা গেছে। অস্বাভাবিক এই রিপোর্টে উদ্বিগ্ন হয়ে রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগী সিঙ্গাপুরে গিয়ে পুনরায় পরীক্ষা করান। সেখানে এক্স-রে ও অন্যান্য মেডিকেল টেস্টের ফলাফলে সম্পূর্ণ ভিন্ন তথ্য পাওয়া যায়। সিঙ্গাপুরের চিকিৎসকরা নিশ্চিত করেন, রোগীর শরীরের ভেতরে কোনো তেলাপোকা বা অস্বাভাবিক কিছু নেই।

পরবর্তীতে তদন্ত করে জানা যায়, আসল সমস্যাটি ছিল এক্স-রে যন্ত্রে। যন্ত্রটির ভেতরে আটকে থাকা একটি তেলাপোকা স্ক্যানের সময় ছবিতে প্রতিফলিত হয়, যা ভুলভাবে রোগীর বুকের ভেতরের অংশ হিসেবে ধরা পড়ে। এই কারিগরি ত্রুটির কারণেই ভুল রিপোর্ট তৈরি হয়।

ঘটনাটি সামনে আসার পর চিকিৎসা যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও রিপোর্ট বিশ্লেষণে বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসায় যন্ত্রের পাশাপাশি মানবিক যাচাই এবং দ্বিতীয় মতামত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X