বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাণিজ্যে নতুন যুগে চীন ও আসিয়ান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পিএম
৪৭তম আসিয়ান সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়
expand
৪৭তম আসিয়ান সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়

চীন এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান নিজেদের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে নতুন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার মধ্যেও দুই অঞ্চলের অর্থনৈতিক লেনদেন ক্রমবর্ধমান থাকায় এই চুক্তিটি বাণিজ্যিক অংশীদারত্বকে আরও এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান সম্মেলনের আঙ্গিনায় এই চুক্তি সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

চীনের রাষ্ট্র পরিষদ জানিয়েছে, ‘মুক্ত বাণিজ্য চুক্তির ৩.০ সংস্করণ’ অবকাঠামো উন্নয়ন, সবুজ রূপান্তর, ডিজিটাল বাণিজ্য, সরবরাহ চেইন ব্যবস্থাপনা ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে। ২০১০ সালে কার্যকর হওয়া প্রথম চুক্তির ওপর ভিত্তি করেই এই নতুন সংস্করণটি গড়ে তোলা হয়েছে, যাতে আধুনিক বাণিজ্যের প্রয়োজনীয় উপাদান যুক্ত হয়েছে।

গত কয়েক বছরে চীন ও আসিয়ান একে অপরের বৃহত্তম বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা শুল্কযুদ্ধের পর থেকে “চায়না প্লাস ওয়ান” সরবরাহ চেইন কৌশল দুই অঞ্চলের বাণিজ্যকে আরও গতিশীল করেছে।

২০২৫ সালের প্রথম নয় মাসের হিসাব অনুযায়ী, চীন ও আসিয়ানের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৮৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি। এ বাণিজ্যের বড় অংশ জুড়ে রয়েছে শিল্প উৎপাদন সম্পর্কিত উপকরণ, তবে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে চীনা প্রস্তুত পণ্যের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর বক্তব্যে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বলেন, চীন ও আসিয়ানের অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে। এই নতুন চুক্তির মাধ্যমে আমাদের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং মানসম্মত অর্থনৈতিক উন্নয়নের পথে আমরা একসঙ্গে এগোব।

আসিয়ান নেতারা আশা প্রকাশ করেছেন, চুক্তিটি শুধু দুই অঞ্চলের বাণিজ্যিক সম্পর্কই নয়, বরং বিনিয়োগ, প্রযুক্তি ও টেকসই উন্নয়নের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন