

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ায় বিজিবি অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের জাহেদ আলমের ছেলে মোহাম্মদ শাকিল (১৯) ও আঞ্জুমান পাড়া গ্রামের সামসুল আলমের ছেলে মোঃ শামীমুল ইসলাম (২০)।
বুধবার সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার বিকালে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে টেকনাফের উনচিপ্রাং এলাকা থেকে উখিয়ার পালংখালীগামী একটি মোটরসাইকেল হোয়াইক্যং বিওপি’র চেকপোস্টের নিকটে এলে, বিজিবির টহল দল তা থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশির সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী মোহাম্মদ শাকিলের প্যান্টের বাম পকেটে টিস্যুতে মোড়ানো একটি নীল বায়ুরোধী প্যাকেট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, উক্ত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল। তল্লাশিতে মোটরসাইকেল থেকে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান দমনেও সমানভাবে তৎপর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন