বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৩০০ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ১ হাজার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:১৩ এএম
বিএনপির লোগো
expand
বিএনপির লোগো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতোমধ্যেই তিনশ আসনের মধ্যে প্রায় দুইশ আসনে প্রাথমিকভাবে দলের প্রার্থিতা চূড়ান্ত করেছে।

দলের একাধিক সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে বিএনপি।

চূড়ান্ত ধাপের অংশ হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত রোববার ও সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনশ আসনজুড়ে থাকা দশটি সাংগঠনিক বিভাগের মোট ৯৯৮ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন। এতে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। গড়ে প্রতি আসনে তিনজনের বেশি প্রার্থী প্রাথমিকভাবে বিবেচনায় রয়েছেন।

দুই দিনব্যাপী এই মতবিনিময় শেষে প্রার্থীরা এখন কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন কারা দলের চূড়ান্ত মনোনয়ন পাবেন, তা নিয়ে চলছে উদ্বেগ ও প্রতীক্ষা। অনেকেই এখনও ঢাকায় অবস্থান করে শেষ মুহূর্তের লবিং ও যোগাযোগ বজায় রাখছেন।

দলীয় সূত্র জানায়, গত মাস থেকেই বিএনপি ধীরে ধীরে বিভিন্ন আসনে একক প্রার্থীদের ‘সবুজ সংকেত’ দিচ্ছে। তারেক রহমান নিজে বা দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে এ তথ্য জানানো হচ্ছে। ইতোমধ্যে দুই শতাধিক আসনে এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, বাকি আসনগুলোও এ মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে জানা গেছে।

তবে এটিকে প্রাথমিক প্রার্থী তালিকা হিসেবেই দেখা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন বোর্ডের আনুষ্ঠানিক সিদ্ধান্তেই চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে। দলীয় পর্যবেক্ষণে কোনো প্রার্থী প্রত্যাশিতভাবে মাঠে সক্রিয় না থাকলে বা অভিযোগ উঠলে সেই আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং চলতি ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জানান, যেসব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, তাদের ফোন বা বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়াটি নভেম্বরের মধ্যেই শেষ হবে। এরপর তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে তিনশ আসনে প্রার্থিতা ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়েই বিএনপির মনোনয়ন বোর্ড গঠিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বোর্ডের নেতৃত্বে আছেন, এবং তাঁর নির্দেশনাতেই আমরা কাজ করছি।

দলের অভ্যন্তরীণ সূত্র জানায়, মতবিনিময় সভায় তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তিনটি মূল বার্তা দিয়েছেন- দলে কোনো ধরনের বিভাজন বা গ্রুপিং করা যাবে না, ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, জনগণের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে হবে।

প্রার্থীদের কেউ কেউ জানিয়েছেন, তারেক রহমান তাঁর বক্তব্যে আবেগপূর্ণভাবে দলের ঐতিহ্য ও জিয়া পরিবারের ত্যাগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ত্যাগ আমাদের অনুপ্রেরণা। দীর্ঘ সময় পর সুযোগ এসেছে -এই ঐক্য ও ত্যাগকে কাজে লাগিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

দলীয় একাধিক সূত্র জানায়, বিএনপি এখন পর্যন্ত প্রায় দুইশ আসনের প্রার্থী চূড়ান্ত করলেও বাকি একশ আসন নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অংশীদার ও সম্ভাব্য নির্বাচনী জোটের শরিকদের জন্যও কিছু আসন বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।

একাদশ সংসদ নির্বাচনে বিএনপি শরিকদের জন্য ৫৯টি আসন ছাড়লেও এবার সেই সংখ্যা কিছুটা কমে ৫০-এর কাছাকাছি হতে পারে। তবে নির্বাচনী জোটের পরিধি বিস্তৃত হলে আসন ছাড়ের পরিমাণ বাড়তেও পারে। দল এখন ‘বৃহত্তর ঐক্যজোট’ গঠনের পথে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন