

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুবদল ও জাতীয় যুবশক্তি ঘোষণা দিয়েছে, দেশের যেকোনো জাতীয় সংকট বা চ্যালেঞ্জ মোকাবিলায় তারা একসঙ্গে কাজ করবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীতে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এ অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দুই সংগঠনের নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী প্রবণতা ও দেশবিরোধী যে কোনো চক্রের বিরুদ্ধে তারা যৌথভাবে অবস্থান নেবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় ঐক্যবদ্ধভাবে লড়বে।
সভায় যুবদল সভাপতি মুন্না বলেন, দেশে সংস্কারের পাশাপাশি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবদল এ লক্ষ্য অর্জনে অবিরাম কাজ করছে।
তিনি আরও বলেন, যুবসমাজকে সঙ্গে নিয়ে আমরা আসন্ন সংসদ নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র প্রতিহত করব।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন জুলাই সনদের আইনি কাঠামোর পথে অগ্রসর হচ্ছে। এই সনদ ও নির্বাচনের বাস্তবায়নে যুবদল ও যুবশক্তি যৌথভাবে সংগ্রাম চালিয়ে যাবে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের উন্নতি ও জনগণের প্রত্যাশা পূরণে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ মোস্তাফা, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নেসার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক (প্রেস) মুহাম্মাদ আসাদুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) সুফিয়ান রায়হান।
মন্তব্য করুন
