বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে অস্ত্রসহ আ.লীগ নেতা টিপু গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১১:৩১ এএম
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল
expand
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র যোগানদাতা হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আটটার দিকে আগ্রাবাদ কমার্স কলেজ রোডের বাসার স্কয়ার নামের একটি ভবনের ছয়তলা অফিস থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে ডবলমুরিং থানা পুলিশ।

এসময় অফিস কক্ষের সিলিংয়ের উপর থেকে একটি দেশীয় তৈরি দোনালা বন্দুক, শটগানের কার্তুজ ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার অফিস থেকে দলীয় প্যাড এবং বিভিন্ন ব্যাংকের বিপুল সংখ্যক চেকবই জব্দ করা হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফা কামাল টিপুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অস্ত্র সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন।

উল্লেখ্য গত বছরের ৪ আগস্ট চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় টিপুর সরাসরি সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ঘটনার সময় প্রকাশ্যে গুলিবর্ষণের দৃশ্যে টিপুর হাতে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন দেখা যায় বলে তদন্তে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামাল টিপু আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুরের ঘনিষ্ঠ অনুসারী।

বাহাদুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে টিপু এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন। তার বিরুদ্ধে ডবলমুরিংসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, মারামারি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ তিনি জাহাঙ্গীর আলম মিন্টু ওরফে মারুফ চৌধুরী হত্যামামলায় আসামি হিসেবে নাম পেয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, মোস্তফা কামাল টিপুর বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন