

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তুরস্কে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।
স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়।
তুরস্কের দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা (আফাদ) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বালিকেসিরের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬ কিলোমিটার গভীরে।
ইস্তানবুল, বুরসা, মানসিয়া এবং ইজমির প্রদেশেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। আফাদের প্রাথমিক তথ্যে জানা গেছে, সিন্দির্গি এলাকায় কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত আগস্ট মাসেও একই মাত্রার (৬.১) ভূমিকম্পে কেঁপেছিল তুরস্কের এই অঞ্চল। সেটির উৎপত্তিস্থলও ছিল সিন্দির্গি। এরপর থেকে বালিকেসিরে ছোট ছোট কম্পন অনুভূত হচ্ছিল নিয়মিতভাবে।
তুরস্ক বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, কারণ দেশটি টেকটোনিক ফল্টলাইনের ওপর অবস্থিত। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং হাজারো ভবন ধসে পড়ে। সেই ঘটনায় প্রতিবেশী সিরিয়াতেও প্রাণ হারান অন্তত ৬ হাজার মানুষ।
সূত্র: এএফপি
মন্তব্য করুন
