

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৮ ও ২৯ অক্টোবর দুই দিন দেশটির আকাশসীমা অস্থায়ীভাবে বন্ধ থাকবে। উভয় দিন সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত আকাশসীমা তিন ঘন্টা সময়ের জন্য চলাচলের জন্য অচল থাকবে।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ভারতের ত্রি-সেবা যৌথ যুদ্ধ মহড়া ‘ত্রিশূল ২০২৫’-এর প্রেক্ষিতে নেওয়া হয়েছে।
মহড়াটি ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ভারতের পশ্চিম সীমান্ত এলাকায় অনুষ্ঠিত হবে। মহড়ার অংশ হিসেবে ভারতের গুজরাট ও রাজস্থানের আকাশসীমাও অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে।
উভয় দেশই সীমান্ত এলাকায় সামরিক প্রস্তুতি জোরদার করেছে। পাকিস্তান নৌবাহিনীর প্রধান জানিয়েছেন, মহড়ার সময় দেশের সামুদ্রিক সীমান্ত রক্ষায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে।
পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরেই বিদ্যমান। উল্লেখ্য, ২২ এপ্রিল ২০২৫-এ ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করে, যা পাকিস্তান ভিত্তিহীন বলে উল্লেখ করে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দেয়। এর পরের উত্তেজনার মধ্যে সীমান্তে সামরিক সংঘাতও ঘটে, যার পর মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
মন্তব্য করুন
