রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফ্লোটিলা আটককে ‘সমুদ্র দস্যুতা’ বললেন এরদোগান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পিএম
এরদোগান
expand
এরদোগান

গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটককে ‘সমুদ্র দস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বুধবার একেপি (আদালেত ও কল্কানমা পার্টি)-এর সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের আক্রমণ প্রমাণ করে, গাজার গণহত্যার দায় এড়াতে ইসরাইল আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এরদোগান আরও অভিযোগ করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার শান্তির যে কোনো প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে মরিয়া। তার মতে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার হামলা আবারও বিশ্ববাসীর সামনে ইসরাইলের নৃশংসতা উন্মোচিত করেছে।

তিনি বলেন, আমরা আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে আছি এবং থাকব। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও শান্তি ফেরাতে সর্বশক্তি নিয়োগ করব।

প্রসঙ্গত, গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া ফ্লোটিলায় হামলা চালিয়ে ইসরাইলি নৌবাহিনী অন্তত ৩১৭ জন স্বেচ্ছাসেবীকে আটক করেছে। জানা গেছে, গাজাগামী ৪৪টি জাহাজের মধ্যে মাত্র একটি ছাড়া বাকি সবগুলোকে আটক করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৩৭টি দেশের নাগরিক রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন