

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চলমান পরিস্থিতি নিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
ফোনালাপে আব্বাস আরাগচি বলেন, তেহরান তার সীমান্ত নিরাপত্তা ‘দৃঢ়ভাবে’ রক্ষা করতে বদ্ধপরিকর এবং যেকোনো সম্ভাব্য হুমকির জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত। তিনি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের অবস্থানও তুলে ধরেন।
অন্যদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার এবং পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সমকক্ষের সঙ্গে ধারাবাহিক ফোনালাপে অংশ নেন, যেখানে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এই ফোনালাপগুলো এমন এক সময়ে হয়েছে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের কিছু সেনাসদস্য প্রত্যাহার করা হয়েছে।
তেহরান সতর্ক করে বলেছে, হামলা হলে তারা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে জানানো হয়েছে যে ‘ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে’, তবে তিনি সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি।
সূত্র : নিউজউইক, সৌদি গেজেট
মন্তব্য করুন

