বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত জোটের সংবাদ সম্মেলন রাত ৮ টায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আসন সমঝোতা নিয়ে সৃষ্ট জটিলতা দফায় দফায় আলোচনার পরও সমাধান না হওয়ায় শেষমেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই জরুরি বৈঠক করে জামায়াতসহ বাকি ১০ দলের শীর্ষ নেতারা। বৈঠকের বিষয়ে রাত ৮ টায় সংবাদ সম্মেলন করবে জামায়াত দলীয় জোট।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বৈঠকে উপস্থিত এক নেতা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুদ্ধদ্বার বৈঠক চলছে আমাদের। এ বিষয়ে ১০ দলীয় জোট রাতে সংবাদ সম্মেলন করবে। তখন বিস্তারিত জানানো হবে।

এর আগে, এদিন দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ নাটকীয়তার পর শেষমেশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়া জরুরি বৈঠকে বসেছেন জামায়াতসহ বাকি ১০ দলের শীর্ষ নেতারা।

আসন সমঝোতা নিয়ে সৃষ্ট জটিলতা দফায় দফায় আলোচনার পরও সমাধান না হওয়ায় উদ্ভূত সংকট মোকাবিলা এবং জোটের ভবিষ্যৎ নির্ধারণের লক্ষ্যে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ অন্যান্য শীর্ষ নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X