বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বসছে পে-কমিশন, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনসহ যা থাকছে আলোচনায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:২০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেল নিয়ে ফের সভায় বসতে যাচ্ছে পে-কমিশন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সর্বোচ্চ বেতন, সর্বনিম্ন বেতন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

আলোচনায় সদস্যরা একমত পোষণ করলে এ বিষয়গুলো চূড়ান্ত হতে পারে।

পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভা শুরু হবে।

সভায় সর্বোচ্চ-সর্বনিম্ন বেতন ছাড়াও গ্রেড সংখ্যা, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা, অবসরকালীন সুবিধা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হবে। আলোচনায় যে বিষয়গুলোতে ঐক্যমতে পৌছানো যাবে কমিশন সেগুলো চূড়ান্ত করবে।

পে-কমিশনের এক সদস্য বলেন, কমিশন কেবল সুপারিশই জমা দেবে না। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের উচ্চমূল্য, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করবে। এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্কই ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণে মূল রেফারেন্স হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X