বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগেই পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, সূচি প্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) প্রকাশিত এই সূচি অনুযায়ী, সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে।

আগামী ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি- এই তিন দিনে মাঠে গড়াবে পাকিস্তান-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি লড়াই। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল ২৮ জানুয়ারি লাহোরে পৌঁছাবে।

প্রতিটি ম্যাচের টস অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে, আর খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

পিসিবি জানিয়েছে, ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ। বিশ্বকাপে পাকিস্তান খেলবে গ্রুপ ‘এ’-তে। আর অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপ ‘বি’-তে।

২০২২ সালের মার্চ-এপ্রিলে টেস্ট, ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও পাকিস্তানের মাটিতে তিনটি ম্যাচ খেলেছে তারা। গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার একমাত্র আগের টি-টোয়েন্টি ম্যাচটি হয়েছিল ২০২২ সালের ৫ এপ্রিল। যেখানে তারা তিন উইকেটে জয় পেয়েছিল।

পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুমাইর আহমেদ সৈয়দ এবারের সিরিজের বিষয়ে বলেন, “লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি বছরের শুরুতেই এক দারুণ আয়োজন। বিশ্বকাপের আগে দুই দলই এখানে নিজেদের প্রস্তুতির শেষ ছোঁয়া দেবে। আমি সমর্থকদের আহ্বান জানাব, তারা যেন মাঠে এসে উভয় দলকে সমর্থন জানান।”

তিনি আরও যোগ করেন, ২০২২ সালের পর থেকে গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার জন্য এটি পরিচিত ভেন্যুতে পরিণত হয়েছে। এখানে তারা ইতোমধ্যে একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।

সিরিজ সূচি: প্রথম টি-টোয়েন্টি: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি - বিকেল ৫টা (বাংলাদেশ সময়), দ্বিতীয় টি-টোয়েন্টি: শনিবার, ৩১ জানুয়ারি - বিকেল ৫টা, তৃতীয় টি-টোয়েন্টি: রবিবার, ১ ফেব্রুয়ারি - বিকেল ৫টা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X