বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

দু’দফায় টানা ৩ দিন করে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ফেব্রুয়ারি মাসের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে দুবার টানা তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা। ক্যালেন্ডার অনুযায়ী শবে বরাত ও জাতীয় সংসদ নির্বাচনের তারিখ বৃহস্পতিবার পড়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে এই সুযোগ পাচ্ছে তারা।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত হয়, তবে তার পরের দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

এর পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মাসের শুরুতেই টানা তিন দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।

শবে বরাতের ছুটির ঠিক এক সপ্তাহ পরই আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনের কারণে ওই দিন সাধারণ ছুটি থাকবে। যথারীতি পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এই সপ্তাহেও টানা তিন দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X