

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বিভিন্ন অঞ্চলে শীতের ছোঁয়া ক্রমেই অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ সারাদেশেই রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং সামগ্রিকভাবে আবহাওয়া শুকনো থাকবে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানীসহ দেশের বেশির ভাগ জায়গায় হালকা ঠান্ডা অনুভূত হয়েছে। ঢাকায় ভোরের দিকে তাপমাত্রা নেমে গেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে।
পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। রাত–দিনের তাপমাত্রায় আরও সামান্য পতন হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনজুড়ে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা প্রবল এবং আবহাওয়া শুষ্কই থাকবে।
সকাল ৬টার তথ্য অনুযায়ী—ঢাকায় তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ দাঁড়ায় ৮৭ শতাংশ। বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া আজ সূর্যাস্তের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৫টা ১১ মিনিট, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়নি বলেও জানানো হয়েছে।
মন্তব্য করুন
