বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তাপদাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১১:০৮ এএম
expand
তাপদাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

দেশজুড়ে গরমের দাপট যেন কিছুতেই কমছে না। রাজধানী ঢাকাসহ অন্যান্য অঞ্চলেও দিনের তাপমাত্রা প্রতিদিনই তীব্র অনুভব করছে মানুষ।

আজকের দিনেও (মঙ্গলবার, ২১ অক্টোবর) সেই পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হচ্ছে না—এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে আজকের দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তবে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া থাকবে আংশিক মেঘলা ও মূলত শুষ্ক।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিত অংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রাও থাকবে প্রায় অপরিবর্তিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন