

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাবর আজমের সেঞ্চুরি এবং ফখর জামানের জোরালো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে পাকিস্তান এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে।
এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান ২-০ ব্যবধানে এগিয়ে গেছে।
পাকিস্তান টসে জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায়। ওপেনিং জুটি কামিল মিশারা ও পাথুম নিসাঙ্কার দারুণ শুরু এনে দলকে ৫১ রানে নিয়ে যায়। ৩১ বলে ২৪ রান করে বিদায় নেন নিসাঙ্কা।
৫০ ওভারে শ্রীলঙ্কা সংগ্রহ করে ২৮৮ রান, হারায় ৮ উইকেট। পাকিস্তানের হয়ে আবরার আহমেদ এবং হারিস রউফ নেন ৩টি করে উইকেট, মোহাম্মদ ওয়াসিম নেন ১ উইকেট।
পাকিস্তান জবাবে ওপেনিং জুটি সাইম আইয়ুব ও ফখর জামানের ব্যাটে উড়ন্ত সূচনা পায়। ওপেনিং জুটিতে আসে ৭৭ রান। ২৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন সাইম। এরপর তিনে নামা বাবর আজমের সঙ্গে ফখর দলকে এগিয়ে নেন। ফিফটি স্পর্শ করেন ফখর জামান, ৯৩ বলে ৭৮ রান করে বিদায় নেন তিনি।
৮৩ ইনিংস এবং ৮০৭ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পান বাবর আজম। বাবর ও রিজওয়ান-এর ফিফটি পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়ে। বাবর-ফখরের কার্যকরী ব্যাটিং পাকিস্তানের রানের চাকা সচল রাখে এবং দলকে এক গুরুত্বপূর্ণ সিরিজ জয় এনে দেয়।
মন্তব্য করুন
