

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ বিরতির পর লিওনেল মেসি যখন ভারতে পা রাখতে যাচ্ছেন, তখন পুরো দক্ষিণ এশিয়ায় ফুটবল উন্মাদনা নতুন করে জেগে উঠেছে। প্রায় ১৪ বছর পর আর্জেন্টাইন সুপারস্টারের এই সফরকে ঘিরে সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যম ও ক্রীড়াঙ্গনে তুমুল আলোচনা চলছে। নানা বিতর্ক বা রাজনৈতিক আলোচনার মাঝেও নজর আবার ঘুরে আসছে মেসির দিকেই।
এই সফরকে কেন্দ্র করে চারটি প্রধান শহরে আলাদা আলাদা আয়োজন করা হয়েছে প্রথমে কলকাতা, তারপর হায়দরাবাদ, এরপর মুম্বাই এবং শেষে দিল্লি। ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত এই সফর দেশটির ক্রীড়া জগতে নতুন প্রাণ সঞ্চার করবে বলেই ধরা হচ্ছে।
কলকাতা ইতোমধ্যে উৎসবের আমেজে ভরপুর। ফুটবলের শহর হিসেবে এখানকার প্রস্তুতি সবচেয়ে বেশি চোখে পড়ে। ক্লাবগুলো ব্যস্ত, দোকানে মেসির জার্সির চাহিদা বেড়েছে, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আর্জেন্টিনার প্রতি এই শহরের টান বহু পুরোনো—সেই আবেগ আবারও ফিরছে। টিকিটের দাম অনেকের নাগালের বাইরে হলেও মানুষের আগ্রহে ঘাটতি নেই।
হায়দরাবাদে আয়োজনের রূপ কিছুটা বাণিজ্যিক। বড় কোম্পানিগুলো পৃষ্ঠপোষকতায় যুক্ত হয়েছে এবং দর্শনার্থীদের ভিড় সামলাতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। মুম্বাইতে ক্রীড়া প্রতিষ্ঠান ও করপোরেট গোষ্ঠী আগেই নিজেদের অবস্থান ঠিক করেছে এখানে বাজারমূল্যায়ন ও বিনিয়োগ নিয়ে সরব আলোচনা চলছে। আর দিল্লি, যেটি সফরের শেষ ধাপ, সেখানে আন্তর্জাতিক মানের আতিথেয়তা প্রদর্শনের প্রস্তুতি চলছে। সামগ্রিকভাবে সফরের প্রতিটি ধাপ দেশটির মর্যাদার সঙ্গে জড়িত হয়ে দাঁড়িয়েছে।
তবে মেসির এই আগমন দেশের ফুটবলের বর্তমান বাস্তবতা নিয়েও প্রশ্ন তুলছে। স্থানীয় লিগ কাঠামোর দুর্বলতা ও আন্তর্জাতিক পর্যায়ে টেকসই সাফল্যের অভাব বহুদিন ধরেই আলোচিত। সে বাস্তবতার সঙ্গে মেসির সফরের জমকালো আয়োজন এক ধরনের বৈপরীত্য সৃষ্টি করেছে বলে অনেকে মনে করেন। সমর্থকেরা আনন্দিত হলেও ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক মন্তব্য করছেন তারকাবরণ আনন্দ দিলেও বুনিয়াদি কাঠামো শক্ত না হলে এর সুফল দীর্ঘস্থায়ী হবে না।
সব শহরের মধ্যে অবশ্য সবচেয়ে বেশি চাঞ্চল্য দেখা যাচ্ছে কলকাতায়। রাস্তায় ব্যানার, ক্লাবে ক্লাবে আলোচনা পুরো শহর যেন উৎসবমুখর। যাঁরা অতীতে ম্যারাডোনার সফর দেখেছেন তাঁরা বলছেন, মেসিকে ঘিরে এবার আরও বড় আয়োজন দেখা যেতে পারে। কারণ বর্তমান সময়ের ফুটবল রাজ্যের সবচেয়ে উজ্জ্বল নাম মেসিই। দক্ষিণ এশিয়ায় আর্জেন্টিনার জনপ্রিয়তাও তার উপস্থিতিতে নতুন মাত্রা পেয়েছে।
তিন দিনের এই সফরকে কেন্দ্র করে চার শহরে মানুষের ভিড়, উৎসব ও নিরাপত্তার প্রস্তুতি সব মিলিয়ে আগামী কয়েক দিন দৃষ্টি থাকবে ভারতজুড়ে। আর পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন লিওনেল মেসি।
মন্তব্য করুন

