

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেট টেস্টে ব্যাট-বল দু’দিকেই উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়ে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে বাংলাদেশ।
চতুর্থ দিনে আয়ারল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংস ব্যবধানে বিজয়কে রোখা যায়নি। সাদা পোশাকের ক্রিকেটে এটি বাংলাদেশের চতুর্থ ইনিংস ব্যবধানে জয়।
বৃহস্পতিবার টাইগাররা ৩০১ রানের লিড নিয়ে ৮ উইকেটে ৫৮৭ রানের বিশাল সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। এরপর বল করতে নেমেই বাংলাদেশের বোলাররা আক্রমণাত্মক হয়ে ওঠে।
দিনের শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ৫ উইকেটে ৮৬ রান যোগ করে ইনিংস শেষে।
আয়ারল্যান্ডের ব্যাটাররা কিছুটা লড়াই দেখালেও বড় স্কোর করতে পারেনি। তাইজুল ইসলাম (৩-৮৪) প্রথম আঘাত হানেন এবং ম্যাথিউ হামফ্রিজকে ফেরান। অ্যান্ডি ম্যাকব্রাইন (৫২) ও অধিনায়ক অ্যান্ডি বালবার্নি (৩৮) জুটি বেঁধে ৬৬ রানের পার্টনারশিপ গড়লেও নাহিদ রানা (২-৪০) এবং হাসান মুরাদ (৪-৬০) ক্রমশ আয়ারল্যান্ডের ধাক্কা বাড়ান। শেষ উইকেটটি তুলে নেন তাইজুল, নিশ্চিত করেন বাংলাদেশের দাপুটে জয়।
ম্যাচ জুড়ে বাংলাদেশের আধিপত্য স্পষ্ট ছিল। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড মাত্র ২৮৬ রানে থামে। জবাবে বাংলাদেশ ৫৮৭/৮ তোলে, যেখানে মাহমুদুল হাসানের ১৭১ রানের অসাধারণ ইনিংস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তের দায়িত্বশীল সেঞ্চুরি ছিল গুরুত্বপূর্ণ। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মাহমুদুল হাসান।
সিরিজের দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
