রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেকে শর্মার বিশ্বরেকর্ডের দিনে বৃষ্টির বাধায় পরিত্যক্ত ম্যাচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা
expand
ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরু হয়েছিল বৃষ্টিতে, শেষটাও হলো একইভাবে। ব্রিসবেনে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে ম্যাচ পুরোপুরি ভেসে যাওয়ার আগেই বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা।

রোববার (৮ নভেম্বর) ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম এক হাজার রান পূর্ণ করার কৃতিত্ব অর্জন করেন। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সফরকারী ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা মাত্র ৪.৫ ওভারে দলের স্কোরবোর্ডে ৫২ রান যোগ করেন। গিল ১৬ বলে ২৯ এবং অভিষেক ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকার সময়ই হঠাৎ বৃষ্টি নেমে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ দুই ঘণ্টা অপেক্ষার পরও বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

তবে খেলা থামার আগেই ইতিহাস গড়ে ফেলেন অভিষেক শর্মা। মাত্র ৫২৮ বল খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার টিম ডেভিডের ৫৬৯ বলে গড়া আগের রেকর্ডটি ভেঙে দেন। একই সঙ্গে তিনি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের (৫৭৩ বল) চেয়েও এগিয়ে যান। ইনিংসের হিসাবে অভিষেক ২৮ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে দ্রুততম ভারতীয়দের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠেন। ভারতের হয়ে সবচেয়ে কম ইনিংসে, অর্থাৎ ২৭ ইনিংসে, এই মাইলফলক ছুঁয়েছিলেন বিরাট কোহলি।

পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথমটিও বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৪ উইকেটে জিতলেও, পরের দুই ম্যাচে জয় পেয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

শেষ ম্যাচটি বাতিল হওয়ায় সেই ব্যবধানেই সিরিজ জিতে নেয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে মোট ১৬২ রান সংগ্রহ করেন অভিষেক শর্মা, যা তাকে সিরিজসেরার পুরস্কার এনে দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন