মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারী ক্রিকেটারদের বেতন বাড়ল, কে কত পাবেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেট দল
expand
বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আব্দুর রাজ্জাক ঘোষণা দিয়েছিলেন নারী ক্রিকেটারদের বেতন বাড়ানো হবে। তার সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো অবশেষে।

সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত বিসিবির সভায় নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সিদ্ধান্তটি এখন এসেছে, তবে কেন্দ্রীয় চুক্তির চারটি ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য এই বেতন বৃদ্ধি চলতি বছরের জুলাই মাস থেকেই কার্যকর ধরা হবে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, টাইগ্রেসদের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা, আর সর্বনিম্ন বেতন ৮০ হাজার টাকা। বিসিবি মোট ১৫ জন নারী ক্রিকেটারকে ৪টি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে।

নতুন কাঠামো অনুযায়ী নারী ক্রিকেটারদের বেতন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ‘এ’ ক্যাটাগরির বেতন ১ লাখ ২০ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরিতে ১ লাখ ৩৫ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৯৫ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরিতে ৮০ হাজার টাকা। জাতীয় চুক্তির বাইরে যারা দলে সুযোগ পাবেন, তারা মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন। এছাড়া অধিনায়ক ও সহ-অধিনায়ক যথাক্রমে অতিরিক্ত ৩০ ও ২০ হাজার টাকা করে পাবেন।

‘এ’ ক্যাটাগরি: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা।

‘বি’ ক্যাটাগরি: ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।

‘সি’ ক্যাটাগরি: স্বর্ণা আক্তার।

‘ডি’ ক্যাটাগরি: সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা এবং নিশিতা আক্তার নিশি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন