শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
উইকেট লাভের পর রাজশাহীর খেলোয়াড়দের উচ্ছ্বাস
expand
উইকেট লাভের পর রাজশাহীর খেলোয়াড়দের উচ্ছ্বাস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরল রাজশাহী। এর আগে ২০২০ সালের ১৭ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের নেতৃত্বে প্রথমবার বিপিএলের ট্রফি জিতেছিল রাজশাহী রয়েলস।

শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের দ্বাদশ আসরের ফাইনালে চট্টগ্রাম রয়েলসকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রাজশাহী।

এবারের আসরে ‘রাজশাহী ওয়ারিয়র্স’ নামে মাঠে নামা দলটি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং প্রদর্শন করে। দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম ১০.২ ওভারে গড়ে তোলেন ৮৩ রানের দারুণ উদ্বোধনী জুটি। পাকিস্তানি ওপেনার ফারহান ৩০ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩০ রান করে ফিরে যান।

এরপর পুরো ইনিংসের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ২৯ বলে ৬টি ছক্কায় ফিফটি পূর্ণ করেন তিনি।

পরবর্তী ৩১ বলে সেঞ্চুরি তুলে নিয়ে বিপিএল ফাইনালে শতকের বিরল কীর্তি গড়েন তানজিদ। এটি বিপিএলে তার তৃতীয় সেঞ্চুরি।

৬১ বলে শতক পূর্ণ করার পর ইনিংস বড় করতে পারেননি তানজিদ। ১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে তিনি আউট হন। শেষদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭ বলে ১১ রান করে ফেরেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে রাজশাহী সংগ্রহ করে ১৭৪ রান।

রাজশাহীর পক্ষে তানজিদ হাসান তামিম করেন ১০০ রান। শাহিবজাদা ফারহান যোগ করেন ৩০ রান। কেন উইলিয়ামস ১৫ বলে করেন ঝোড়ো ২৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম রয়েলস। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন পাকিস্তানি ওপেনার মিরাজ বেগ। আরেক পাকিস্তানি ব্যাটার আসিফ আলি করেন ২১ রান।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামের সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। ফলে বিপিএলের ইতিহাসে তৃতীয়বার ফাইনালে উঠেও শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে যায় চট্টগ্রামের।

রাজশাহীর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে চট্টগ্রাম কার্যত কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। শ্রীলঙ্কান পেসার বিনু ফার্নান্দো ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। হাসান মুরাদ ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। জেমস নিশামের শিকার ছিল ২ উইকেট।

সব মিলিয়ে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে চট্টগ্রামকে উড়িয়ে দিয়ে বিপিএলের দ্বাদশ আসরের শিরোপা নিজেদের করে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুরে তখন শুধুই রাজশাহীর বিজয়োল্লাস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X