শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টারে এল বিপিএলের রাজকীয় ট্রফি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
এই হেলিকপ্টার দিয়েই মাঠে নেমেছে বিপিএলের ট্রফি
expand
এই হেলিকপ্টার দিয়েই মাঠে নেমেছে বিপিএলের ট্রফি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বহুল আকাঙ্ক্ষিত ট্রফি।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে আকাশপথে হেলিকপ্টারে চড়ে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছায় এই রাজকীয় শিরোপা।

ফাইনাল ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে স্টেডিয়ামের সবুজ মাঠে অবতরণ করে ট্রফিবাহী হেলিকপ্টার।

এই ব্যতিক্রমী ও নান্দনিক দৃশ্য প্রত্যক্ষ করেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা, যা ফাইনালের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে।

হেলিকপ্টার থেকে ট্রফি হাতে নিয়ে মাঠে নামেন আকবর আলী ও সালমা খাতুন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আন্তর্জাতিক পর্যায়ে শিরোপা জয়ের গৌরব অর্জন করা দুই অধিনায়ক হিসেবেই তারা পরিচিত।

সালমা খাতুনের নেতৃত্বে ২০১৮ সালে বাংলাদেশ নারী দল ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের কৃতিত্ব অর্জন করে। অপরদিকে, আকবর আলীর অধিনায়কত্বেই ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ।

সাধারণত বিপিএল শুরু হওয়ার আগেই অধিনায়কদের নিয়ে ট্রফির আনুষ্ঠানিক ফটোসেশন হয়ে থাকে। তবে এবারের আসরে সেই চিরচেনা রীতির ব্যতিক্রম দেখা যায়।

আগের দুই আসরে ফাইনালের আগে আহসান মঞ্জিল ও মেট্রোরেলে ট্রফি প্রদর্শন হলেও এবার সে ধরনের কোনো আয়োজন হয়নি। শেষ পর্যন্ত ফাইনালের ঠিক আগমুহূর্তে উন্মোচিত হলো বিপিএলের শিরোপা।

আকবর আলী ও সালমা খাতুনের হাত থেকে ট্রফি গ্রহণ করে ফটোসেশনে অংশ নেন ফাইনালিস্ট দুই দলের অধিনায়ক—রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত এবং চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান।

ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে মাঠে আয়োজন করা হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা। এতে পারফর্ম করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। পুরো আয়োজনজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X