

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আইপিএল থেকে বাদ পড়ার কয়েকদিন পর নিজের অবস্থান পরিষ্কার করলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত পোস্ট দেন তিনি। সেখানে ইংরেজিতে লেখেন, “Eyes on the field, mind on the win!”—অর্থাৎ মাঠেই মনোযোগ, লক্ষ্য শুধু জয়।
সম্প্রতি মোস্তাফিজকে ঘিরে আলোচনা ছিল তুঙ্গে। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কথা থাকলেও বিসিসিআইয়ের নির্দেশনায় শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ফ্র্যাঞ্চাইজি এই সিদ্ধান্ত নিলেও বিষয়টি গড়ায় দুই দেশের ক্রিকেট বোর্ড ছাড়িয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত।
তবে আইপিএল নিয়ে যত বিতর্কই থাকুক, মাঠের পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়তে দেননি মোস্তাফিজ। চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন এই বাঁহাতি পেসার। ম্যাচের পর ম্যাচ তিনি নিজেকে প্রমাণ করছেন দলের অন্যতম ভরসা হিসেবে।
কখনো গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে প্রতিপক্ষের ছন্দ ভেঙে দিচ্ছেন, আবার কখনো শেষ ওভারে আঁটসাঁট বোলিং করে রান তুলতেই দিচ্ছেন না ব্যাটারদের। বিশেষ করে ডেথ ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং রংপুরকে এনে দিচ্ছে বাড়তি সুবিধা। এই অসাধারণ ফর্মই দলকে টুর্নামেন্টে শক্ত অবস্থানে ধরে রাখতে বড় ভূমিকা রাখছে।
এ কারণেই হয়তো মাঠের দিকেই মনোযোগ রাখতে চান মোস্তাফিজ—যার প্রতিফলন দেখা গেছে তার সাম্প্রতিক পোস্টে।
তার বোলিংয়ে মুগ্ধ প্রতিপক্ষ দলের কোচরাও। চট্টগ্রাম রয়্যালসের কোচ তুষার ইমরান বলেন, মোস্তাফিজের বিপক্ষে খেলতে গিয়ে প্রায় সব দলই চাপে পড়ে যাচ্ছে, বিশেষ করে শেষ কয়েক ওভারে। সাম্প্রতিক এক ম্যাচে শেষ দুই ওভারে মাত্র ছয় রান খরচ করেছেন তিনি।
তুষার ইমরান আরও জানান, মোস্তাফিজ একদিকে নিয়মিত উইকেট নিচ্ছেন, অন্যদিকে রানও আটকে রাখছেন। এই দুইয়ের সমন্বয়েই প্রতিপক্ষ দল বড় বিপাকে পড়ছে।
মন্তব্য করুন

