সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এক পরিবর্তন নিয়ে অ্যাডিলেড টেস্টের দল ঘোষণা করল ইংল্যান্ড 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চলমান অ্যাশেজের পার্থ ও ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরেছে ইংল্যান্ড।

ফলে অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ম্যাচটি অনেকটা বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে ইংলিশদের জন্য।

আর এ ম্যাচে এক পরিবর্তন একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ঘোষিত এ স্কোয়াড থেকে বাদ পড়েছেন গুস অ্যাটকিন্সন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছে জশ টাং।

অ্যাটকিন্সন দুই ম্যাচে খেলে নিয়েছেন মাত্র ৩ উইকেট।

অন্যদিকে দলে জায়গা পাওয়া জশ টাং এখন পর্যন্ত সিরিজের কোনো ম্যাচে খেলেননি।

টাং মূলত সিম বোলার। এবারের অ্যাশেজ যেসব মাঠে হচ্ছে, সেগুলোর মধ্যে সবচেয়ে স্পিনবান্ধব অ্যাডিলেডের অ্যাডিলেড ওভাল।

এই ভেন্যুতেই গড়াবে তৃতীয় টেস্ট।

তবে এ ম্যাচের জন্য কোনো বিশেষজ্ঞ স্পিনারকে নেয়নি ইংল্যান্ড। এক্ষেত্রে দলের মূল ভরসা হতে পারে উইল জ্যাকস এবং পার্ট টাইমার জো রুট।

এদিকে প্রথম টেস্টে দুই ইনিংসে ডাকের পর গুঞ্জন উঠেছিল দল থেকে বাদ পড়বেন জ্যাক ক্রলি।

তবে দ্বিতীয় টেস্টে রানের দেখা পান এই ব্যাটার। প্রথম ইনিংসে ৭৬ করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৪৪ রান।

ফলে তৃতীয় টেস্টের দলে স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছেন তিনিও।

আগামী বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় মাঠে গড়াবে তৃতীয় টেস্ট।

ইংল্যান্ড স্কোয়াড: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জফরা আর্চার ও জশ টাং।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X