সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধের আহ্বান রাশেদ খানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৫৭ এএম
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান
expand
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও জামায়াত উভয়ের নেতাকর্মীদের ভুল থাকা স্বাভাবিক। তবে ডাকসুর প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্দিষ্ট কোনো দলকে ‘সংস্কারবিরোধী’ আখ্যা দিয়ে সমালোচনা করা বেমানান।

রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান লিখেছেন, “আজকে বিএনপির করা কোনো কাজের সমালোচনা করা হয়, আগামীকাল কি জামায়াতের কোনো ভুল সমালোচনা হবে? ডাকসুকে দলীয় স্বার্থে ব্যবহার করা বন্ধ করতে হবে। ডাকসু হলো সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার একটি প্ল্যাটফর্ম।”

তিনি আরও বলেন, “ডাকসু যদি সার্বজনীন প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে অবশ্যই গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে কাজ করতে হবে। কোন দলের কত সমালোচনা করা হয়েছে বা কে কোন পদে আছে—সেটি ভুলে গিয়ে, একপাক্ষিক ও এককেন্দ্রিক লেজুড়বৃত্তির কারণে যে দ্বন্দ্ব সৃষ্টি হবে, তা কারও জন্যই মঙ্গলজনক হবে না।”

রাশেদ খান উল্লেখ করেন, “বিএনপি সহ প্রায় ৪৩টি দল শেখ হাসিনার আমলে ৩১ দফা সংস্কার দিয়েছে।

তখন জামায়াতের কোনো সংস্কার ছিল না। আমি ধরে নিলাম, ওই ৩১ দফার সব চিন্তা সব দলকে কাভার করে না, কিন্তু জামায়াতের তো একটাও ছিল না। এখন প্রশ্ন হলো, কোন সংস্কারের মাধ্যমে ভিসি-ডিসি নিয়োগে ভাগাভাগি করা হয়েছে?”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন