সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:০৬ এএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম
expand
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম

আসন্ন নির্বাচনে নিজেদের প্রতীক ‘শাপলা কলি’কে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

রোববার (২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “গ্রাম, শহর, অলিগলি—সবখানে জয় হবে শাপলা কলির।”

পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই তাতে বিপুলসংখ্যক প্রতিক্রিয়া জমা পড়ে এবং অনেকেই মন্তব্যে দলটির জন্য শুভকামনা জানান।

এর আগে একই দিন নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, দলটি আনুষ্ঠানিকভাবে ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণে সম্মত হয়েছে।

তিনি বলেন, “আমরা শাপলা কলিকেই নির্বাচনী প্রতীক হিসেবে নিয়েছি। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন