শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে অবৈধ ব্যবসা ও মাদকসেবীদের পক্ষ নিলেন উমামা ফাতেমা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০২:৩২ পিএম
উমামা ফাতেমা
expand
উমামা ফাতেমা

ডাকসুর পরাজিত ভিপি প্রার্থী উমামা ফাতেমা ক্যাম্পাসে অবৈধ ব্যবসা ও মাদকসেবীদের পক্ষ নেয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

কিছু বামপন্থী ছাড়া সব শিক্ষার্থীদের দাবি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে বহিরাগত ও মাদক মুক্ত করা। আর সেই লক্ষ্যে টানা অভিযান চালাচ্ছে ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

যা উমামা ফাতেমার পছন্দ হয়নি। তিনি এসব উচ্ছেদ বন্ধ করার দাবি জানিয়েছেন। এই কাজকে তিনি ‘জমিদারি মানসিকতা’ বলেও উল্লেখ করেছেন।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ভবঘুরে ও উদ্বাস্তুদের সরিয়ে দেওয়ার ঘটনাকে ‘জমিদারি মানসিকতা’ আখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।

তার মতে, এটি ফ্যাসিবাদের প্রকাশ এবং এ ধরনের কাজ রাষ্ট্রীয় সহযোগিতায়, মানবিক পদ্ধতিতে হওয়া উচিত।

রবিবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সেখানে ভবঘুরে সরানোর একটি ভিডিও শেয়ার করে উমামা লিখেছেন, “ক্যাম্পাস থেকে ভবঘুরে, উদ্বাস্তু সরানোর জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করে কাজ করা উচিত। রাস্তায় মানুষকে মারধর করে তো কোনো সমাধান হয় না; তারা এমন আচরণে অভ্যস্ত হয়ে গেছে জীবন-জীবিকার তাগিদে।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি শুধুই শিক্ষার্থীরাই নাগরিক মর্যাদা পাবে? অন্যদের কোনো নাগরিক অধিকার নেই? এ ধরনের জমিদারি মানসিকতাই তো আসলে ফ্যাসিবাদ।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন