

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমকে নিয়ে মজা করে ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেক্রেটারি মাজহারুল ইসলাম।
সেখানে একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘ইদানীং সবকিছু মিলায়া বেশ বিরক্ত লাগতেছিল। জিএস এসে প্রেসক্রিপশন দিলেন, আর ভিপি জোর করে ন্যাড়া করে দিলেন। বাকি সব সম্পাদক, সদস্য মজা নিলো। সবকিছু মনে রাখলাম, কঠিন প্রতিশোধ হবে। কয়েকদিন পর দেখবেন সব সম্পাদকের পর্যায়ক্রমে মাথা ন্যাড়া হচ্ছে।’
শুক্রবার (৩ অক্টোবর) এরপরই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এদিকে ডাকসুর আরেক নেতা সর্ব মিত্র চাকমা পোস্টটি শেয়ার করে লিখেছেন, ক্যারিয়ার সম্পাদক মাজহারের কপালের রগ কাটলেন ভিপি সাদিক কায়েম।
শিবির নেতা সাদিক বলেন, ‘আমরা পায়ের রগ ছেড়ে মাথার রগে ফোকাস করছি, ছেলেরা এ বয়সে রগচটা হয়। হঠাৎ মাথা গরম করে ফেলে , তা রোধ করতেই আমাদের এই নতুন ভাবনা।’- জুনিয়র সাংবাদিক সর্ব মিত্র চাকমা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    