

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরিয়ড বন্ধ রাখার পিল (হরমোনাল মেডিসিন) খেয়ে রোজা রাখা স্বাস্থ্যের জন্য সাধারণভাবে ভালো বলা যায় না। এটি সম্পূর্ণ ব্যক্তিভেদে ভিন্ন হয় এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া এমন পিল খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
চিকিৎসা ও শরিয়ত—দুই দিক থেকেই বিষয়টি বোঝা জরুরি।
প্রথমত, চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে:
পিরিয়ড বন্ধ রাখার পিল মূলত হরমোনের ভারসাম্য পরিবর্তন করে। এতে অনেক নারীর ক্ষেত্রে নিচের সমস্যা দেখা দিতে পারে—
আরও পড়ুনঃ মৃত্যুর পর কবরের আজাব থেকে মুক্তির দোয়া।
মাথাব্যথা ও মাথা ঘোরা বমি ভাব রক্তচাপ বেড়ে যাওয়া অতিরিক্ত দুর্বলতা অনিয়মিত রক্তপাত মুড সুইং বা মানসিক অস্থিরতা কখনো কখনো ভবিষ্যতে মাসিকের সমস্যা
রোজার সময় শরীর এমনিতেই পানিশূন্যতা ও দুর্বলতায় ভোগে। তার সঙ্গে হরমোনাল পিল খেলে কিছু নারীর ক্ষেত্রে ডিহাইড্রেশন, ক্লান্তি ও শরীর খারাপ হওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়। তাই স্বাস্থ্যগতভাবে এটি সব নারীর জন্য নিরাপদ বা ভালো বলা যায় না।
দ্বিতীয়ত, শরিয়তের দৃষ্টিকোণ থেকে:
ইসলামে হায়েজ (পিরিয়ড) অবস্থায় রোজা রাখা নিষিদ্ধ এবং তা আল্লাহর দেওয়া স্বাভাবিক বিধান। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হায়েজ অবস্থায় নারী নামাজ ও রোজা আদায় করবে না এবং পরে রোজার কাজা করবে।
অতএব পিরিয়ড বন্ধ করার জন্য কৃত্রিমভাবে ওষুধ খাওয়া শরিয়ত বাধ্যতামূলক করেনি। বরং আল্লাহ নিজেই এই সময়ে রোজা মাফ করেছেন। পরে কাজা আদায় করলেই যথেষ্ট।
আরও পড়ুনঃ রোজা অবস্থায় মাসিক বা পিরিয়ড শুরু হলে করণীয় কী?
তৃতীয়ত, কখন এটি বিবেচনা করা যেতে পারে: কিছু ক্ষেত্রে বিশেষ প্রয়োজন হলে (যেমন হজ, ওমরাহ, বা গুরুত্বপূর্ণ ইবাদত) অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে সীমিত সময়ের জন্য পিল ব্যবহার করা যেতে পারে। তবে শর্ত হলো— ডাক্তার নিশ্চিত করবেন যে এতে শরীরের ক্ষতি হবে না নিজের শরীরের ওপর বিরূপ প্রভাব না পড়ে দীর্ঘদিন বা বারবার অভ্যাসে পরিণত না করা
চতুর্থত, ইসলামি নীতির মূল কথা: ইসলামের একটি বড় নীতি হলো—“নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না।” (সূরা বাকারা: ১৯৫)
যদি কোনো কিছু শরীরের ক্ষতির কারণ হয়, তাহলে তা গ্রহণ করা ইসলামসম্মত নয়। আল্লাহ তাআলা নারীদের জন্য পিরিয়ডের সময় রোজা মাফ করে দিয়েছেন, এটি কোনো কম মর্যাদা নয় বরং রহমত।
আরও পড়ুনঃ বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে কি রোজা রাখা যাবে?
পিরিয়ড বন্ধ রাখার পিল খেয়ে রোজা রাখা স্বাস্থ্যের জন্য সাধারণভাবে ভালো নয়। এতে শারীরিক ও হরমোনজনিত সমস্যা হতে পারে। ইসলাম আপনাকে জোর করে এমন কিছু করতে বলেনি।
যদি পিরিয়ড হয়, রোজা ছাড়বেন এবং পরে কাজা আদায় করবেন—এটাই নিরাপদ ও শরিয়তসম্মত পদ্ধতি।
চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছায় পিরিয়ড বন্ধের পিল খাওয়া উচিত নয়। শরীর সুস্থ রাখা ফরজ ইবাদতের অংশ।
মন্তব্য করুন

