শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি হচ্ছে শারদীয় দুর্গোৎসব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৮:৫০ এএম আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৮:৫১ এএম
expand
বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি হচ্ছে শারদীয় দুর্গোৎসব

অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গাপূজা।

দিনটি শুরু হবে দেবীর দশমী বিহিত পূজার মধ্য দিয়ে, যা বিজয়া দশমীর মূল আনুষ্ঠানিকতা। এরপর দর্পণ বিসর্জনের মাধ্যমে শেষ হবে টানা পাঁচ দিনের এই উৎসব, যার সূচনা হয়েছিল গত রোববার।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দশমীর পূজা শুরু হবে সকাল ৯টা ৫৭ মিনিটে। পূজার পর দুপুর ১২টায় স্বেচ্ছা রক্তদান কর্মসূচি থাকবে—যা প্রতি বছর বিজয়া দশমীতে আয়োজন করা হয়। বিকেল ৩টা থেকে বের হবে বিজয়া শোভাযাত্রা।

শোভাযাত্রার জন্য রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা এনে রাখা হবে ঢাকেশ্বরী মন্দিরে। পরে শোভাযাত্রা ওয়াইজঘাটের বুড়িগঙ্গার বিসর্জন ঘাটে গিয়ে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে। এ বছর দেবীর আগমন হয়েছিল গজে, আর গমন হচ্ছে দোলায়।

বিজয়া দশমীর দিনে পূজা ও দর্পণ বিসর্জনের পর বিভিন্ন মন্দিরে থাকবে সিঁদুরখেলার আয়োজন। এই অনুষ্ঠানে বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর অর্পণ করে তা ধারণ করেন এবং একে অন্যের কপাল ও চিবুকে সিঁদুর পরিয়ে দেন। সিদ্ধেশ্বরী মন্দির, বনানী মণ্ডপ ও ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মণ্ডপেও থাকবে এমন আয়োজন, জানিয়েছেন সংশ্লিষ্ট আয়োজকেরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন