

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদকে কেন্দ্র করে প্রথমবারের মতো একটি ব্যতিক্রমী ধর্মীয় প্রযুক্তি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘হেদায়াহ’ নামের এই আয়োজনটি যৌথভাবে চালু করেছে দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়।
ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শাইখ ড. আবদুর রহমান আস-সুদাইস এ প্রযুক্তি উদ্বোধন করেন।
দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শাইখ ড. আবদুর রহমান আস-সুদাইস এ প্রযুক্তি উদ্বোধন করেন।
মুফতি আবদুল্লাহ তামিম এই হ্যাকাথনের মূল লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে হাজি ও ওমরাহ পালনকারীদের জন্য আরও উন্নত ও কার্যকর ডিজিটাল সেবা তৈরি করা।
অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্যাটাগরিতে উদ্ভাবনী আইডিয়া ও প্রযুক্তিগত সমাধান উপস্থাপন করবেন, যা মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত মুসল্লিদের সেবার মান বাড়াতে সহায়ক হবে।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন মসজিদুল হারামের ইমাম শাইখ মাহের আল-মুয়াইক্বলি। তিনি এই উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শাইখ ড. আবদুর রহমান আস-সুদাইস বলেন, রমজান মাসকে সামনে রেখে ধর্মীয় সেবায় প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হচ্ছে।
হ্যাকাথনের মাধ্যমে এমন একটি আধুনিক ধর্মীয় প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যা লাখো হাজি ও দর্শনার্থীর সেবায় ভূমিকা রাখবে। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ওবায়েদ বিন আলী আল-মাজুফ এইঅংশীদারিত্বকে বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘হেদায়াহ’ দুই পবিত্র মসজিদের সেবায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের নতুন দুয়ার খুলে দেবে।হ্যাকাথনের তত্ত্বাবধায়ক ড. সালেম বিন আলী আরিজ জানান, এই আয়োজন ধর্মীয় ডিজিটাল সেবার পূর্ণাঙ্গ ইকোসিস্টেম উন্নয়নে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে অংশগ্রহণকারীরা নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বাস্তবভিত্তিক।
মন্তব্য করুন
