রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিএনপি নেতারা শিবিরের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করছে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:২৯ পিএম আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
ভুয়া কার্ডে ভুল তথ্য
expand
ভুয়া কার্ডে ভুল তথ্য

ছাত্রশিবির অভিযোগ করেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভুয়া ফটোকার্ড ব্যবহার করে বিএনপি নেতারা শিবিরকে মিথ্যাভাবে দোষারোপ করছেন।

সংগঠনটির মতে, এই ধরনের প্রচারণা তাদের রাজনৈতিক ‘দেউলিয়াত্ব’ প্রকাশ করছে।

শনিবার (১৫ নভেম্বর) কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে বলেন, দৈনিক “আমার দেশ” পত্রিকার ফরম্যাট অনুকরণ করে তৈরি ভুয়া কার্ডে ভুল তথ্য দিয়ে দাবি করা হয়েছে—নিপীড়নকারী ঘটনায় আটক হওয়া যুবক মুন্না শাহবাগ থানার ছাত্রশিবিরের কর্মী।

ছাত্রশিবির নেতারা আরও অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও নেত্রী নিলুফার চৌধুরী মনি বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। তাদের মতে, এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে মিছিল ও অবস্থান কর্মসূচিতে ছাত্রশিবির সক্রিয় ভূমিকা রেখেছে। তবে বিএনপি নেতারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শিবিরকে দোষারোপ করছেন।

শিবির নেতারা হাবিবুর রহমান হাবিবের মন্তব্যকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন—‘দিল্লি থেকে লকডাউন এসেছে, শিবির তা বাস্তবায়ন করছে’—যা বাস্তবতার সঙ্গে মিলে না।

ছাত্রশিবির আরও অভিযোগ করেছেন, এর আগেও নিলুফার চৌধুরী মনি আদালতের রায় থাকা সত্ত্বেও আবরার–ফাহাদ হত্যা ইস্যুতে মিথ্যা অভিযোগ তুলেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি নিয়মিতভাবে শিবিরকে লক্ষ্য করে মিথ্যা ন্যারেটিভ তৈরি করছে, যাতে নিজেদের রাজনৈতিক সংকট আড়াল করা যায়।

সংগঠনটি জানিয়েছে, দেশের নানা ঘটনা—যেমন চাঁদাবাজি, টেন্ডার অনিয়ম, খুন, ধর্ষণ ও মামলা ব্যবসা—কে বিএনপির ‘দৈনন্দিন কার্যক্রম’ হিসেবে তুলে ধরে, শিবিরকে এ ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে।

ছাত্রশিবির স্পষ্ট করে দিয়েছে, ভুয়া তথ্য ছড়িয়ে দোষ চাপানোর এই প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করছে।

তারা অবিলম্বে বিএনপি নেতাদের এসব মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং সতর্ক করেছে, অন্যথায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন