শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা

মো. সিফাত রানা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশের আয়োজন
expand
নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশের আয়োজন

চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। তবে দলের মহাসচিব আসলেও ওই গণসমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম শনিবার (১৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দাবি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি।

বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চলছে চাঁপাইনবাবগঞ্জে।

গত ০২ নভেম্বর স্থানীয় শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এরপর থেকে প্রতি উপজেলার সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশের আয়োজন করা হয়েছে।

এই আয়োজনে সমন্বয়কের দায়িত্বে রয়েছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।

এছাড়াও তাকে সার্বিক সহযোগিতা করছেন, বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দলের মহাসচিব আসছেন, অথচ আমাদেরকে কোনো কিছুই জানানো হয়নি। আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছি গণসমাবেশে যোগ না দেওয়ার। জেলা বিএনপি এই আয়োজনের বিষয়ে কিছুই জানেনা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পদ্মা নদীর পানির দাবি নিয়ে জনগণকে ব্ল্যাকমেইল করছেন দলের মনোনীত তিন প্রার্থী। এনিয়ে শীঘ্রই সংবাদ সম্মেলনে আমাদের অবস্থান পরিষ্কার করা হবে।

এ ব্যাপারে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি গণসমাবেশের সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. হারুনুর রশীদকে।

বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, যে তথ্য ছড়ানো হয়েছে এগুলো মিথ্যা ও ভিত্তিহীন বিএনপির সকল নেতৃবৃন্দ আজকে উপস্থিত হবেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০১৮ সালে সংসদে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের পুনরায় মনোনয়ন দেওয়া নিয়ে জেলা বিএনপি নেতাদের সঙ্গে আগে থেকেই ঝামেলা চলছিল। মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) মশাল মিছিলও করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীরা বলেন, ২০১৮ সালের রাতের ভোটের বৈধতা দিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যান আমিনুল ইসলাম। ৪ বছর এমপি থাকাকালীন সময়েও বিএনপি তৃনমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন না তিনি। হামলা-মামলার শিকার হওয়া কর্মীদের কোন ধরনের সহযোগিতা করেননি। অথচ আবারও তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

তারা বলেন, দলের হাইকমান্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। অবিলম্বে তার দলীয় মনোনয়ন বাতিল করতে হবে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন