

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুরের নকলা উপজেলায় কৃষি কর্মকর্তাকে অফিসে প্রবেশ করে শারীরিকভাবে নির্যাতন ও অপমানের ঘটনার পর ছাত্রদল স্থানীয় এক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।
বহিষ্কৃত নেতা হলেন নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের অনুমোদনে রাহাতকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় বুধবার দুপুরে। ওইদিন কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন মেহেদীর কার্যালয়ে ঢুকে তাকে মারধর ও অপমান করেন রাহাত হাসান কাইয়ুম। পরে অফিসের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ঘটনার পর রাতেই নকলা থানায় একটি মামলা হয়। এতে রাহাত ও তার সহযোগী ফজলুকে আসামি করা হয়। জানা গেছে, রাহাত ধুকুরিয়া গ্রামের সুরুজ মাওলার ছেলে এবং ফজলু একই গ্রামের সিরাজুল হকের সন্তান।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুর সোয়া ২টার দিকে দুই যুবক কৃষি কর্মকর্তার অফিসে গিয়ে প্রণোদনা তালিকা নিয়ে প্রশ্ন তোলেন।
তারা জানতে চান, কেন কর্মকর্তা বদলি হচ্ছেন না এবং রাজনৈতিক অংশীদারি রাখা হয়নি কেন। কর্মকর্তা জানালে যে সরকারি প্রণোদনা শুধুমাত্র প্রকৃত কৃষকদের জন্য নির্ধারিত, তখন তারা ক্ষুব্ধ হয়ে গালিগালাজ ও হামলা চালান।
ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদল দ্রুত ব্যবস্থা নিয়ে বহিষ্কারের আদেশ জারি করে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানিয়েছেন, মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
